ফুলবাড়ীতে ঝুঁকিতে ডি-সেট সেন্টারের প্রশিক্ষণ সামগ্রী

0
293

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন কর্মসূচির আওতায় প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়ায় ডিজিটাল সার্ভিস ইমপ্লয়িমেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (ডি-সেট) এর নবনির্মিত ভবন ও প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গত ২৯ মার্চ ২০২১ইং সকালে দাসিয়ারছড়ার ডি-সেট সেন্টারের নবনির্মিত ভবন ও প্রশিক্ষণ কার্যক্রমের (ভার্চুয়ালি) শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। উদ্বোধনের পরেই করোনা পরিস্থিতি বিবেচনায় প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। বর্তমান করোনা পরিস্থিতির উন্নতির সাথে সাথে প্রশিক্ষণ সেন্টার চালুর প্রহর গুনছেন প্রশিক্ষণার্থীরা। বাড়ির কাছে ডি- সেট সেন্টারে প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশিদার হওয়ার আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। কিন্তু তাদের আশার পাতে ছাই। ডি- সেট সেন্টারের নবনির্মিত ভবন উদ্বোধনের ২ মাস যেতে না যেতেই বৈশাখের ঝড় বৃষ্টিতে বদলে গেছে ডি- সেট সেন্টারের চেহারা। ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ডি- সেট সেন্টারের প্রতিটি কক্ষের সিলিং। বর্তমানে বৃষ্টির সাথে সামান্য বাতাস হলেই অবলীলায় গোটা ভবন পানিতে সয়লাব হয়ে যায়। পানিতে ভিজে ও বাতাসের তোড়ে বিপজ্জনক অবস্থায় গোটা ভবনের বিদ্যুৎ ব্যবস্থা। বৃষ্টি হলেই পানিতে ভিজে যাচ্ছে ডি- সেট সেন্টারের আসবাবপত্রসহ প্রশিক্ষণ সামগ্রী। ইতিমধ্যেই ডি-সেট সেন্টারের প্রশিক্ষণ কক্ষের ২০ টি কম্পিউটারের মধ্যে ১০ টি কম্পিউটার পানিতে ভিজে গেছে। দফায় দফায় পানিতে ভিজে আসবাবপত্রসহ মূল্যবান প্রশিক্ষণ সামগ্রীগুলো নষ্ট হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন প্রশিক্ষণার্থীসহ এলাকাবাসী। ছিটমহল তথা গোটা উপজেলাবাসীর বহুল প্রতিক্ষিত ডি-সেট সেন্টারের অনাকাঙ্খিত সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। ডি- সেট সেন্টারের বিষয়ে উপজেলা সহকারি প্রোগ্রামার আজমল আবসার জানান, ঝড় বৃষ্টিতে ডি- সেট সেন্টারের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভিজে গেছে। বৃষ্টির পানি পড়ে ১০ টি কম্পিউটার ভিজলেও আপাতত কম্পিউটার গুলি সচল রয়েছে। আমি সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি ভবন নির্মাণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি। তারা আসলে ভবনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন / ২৫ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here