আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

শেলী সেনগুপ্তা’র কবিতা: মৎস্যজীবন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মৎস্যজীবন
শেলী সেনগুপ্তা

        ………………………………………………..

খুলিনি পাঁচ আঙ্গুলের মুঠো,

ধরে রাখতে চেয়েছি ভাগ্যরেখা

- Advertisement -

ভোমরায় লুকানো দৈত্যের প্রাণের মতো,

কখনো খুলি নি মুঠো

বাসমতি চালের কৌটো খুলতে,

মুঠো বন্ধই ছিলো

উঠোনে ছড়ানো দুপুর জড়ো করতেও,

আশ্বিনের ধানকাটা শেষে

নাড়া পোড়াতে খুলি নি মুঠো-

মাটির দেয়ালে আলপনা দেখতে দেখতে

মুঠোর ভেতর ধরে রেখেছি

অনাবিল ভাগ্যরেখা

ধানরং প্রেম ফিকে দেখেও বন্ধ ছিলো

পাঁচ অঙ্গুলির মুঠো-

হঠাৎ দাঁড়কাক ডাকা ভোরে

নিজের ভেতর জলের কলকল ধ্বনি

সন্তের ধ্যানভাঙ্গা চোখে মুঠো খুলতেই

দেখি

হস্তরেখা গড়িয়ে যাচ্ছে নদী হয়ে

আজন্ম সঞ্চিত সম্ভার নিয়ে-

ভিজতে ভিজতে সাঁতার না জানা আমি

ছুটে যাচ্ছি

নদীর সাথে

আজ

এবং

এখন

থেকে কি শুরু হলো

আমার মৎস্যজীবন?

মাছের তো থাকে না মুঠো

এবং ভাগ্যরেখাও ….

আলোকিত প্রতিদিন / ২৫ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -