মানিকগঞ্জে তীব্র গরমে বেড়েছে তালের শাস বিক্রয়

0
317

প্রতিনিধি, মানিকগঞ্জ:
প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এ গরম নিবারণে একটু প্রশান্তি পেতে সাধারণ মানুষ তালের শাস খাচ্ছেন। ফলে গত কয়েকদিনের গরমে বেড়েছে তালের শাস বিক্রয়। শহরের বাসস্ট্যান্ড, শহীদ রফিক সড়ক, বাজার ব্রিজ, বেউথা বাজার সহ বিভিন্ন জায়গায় তালের শাস বিক্রি করছেন বিক্রেতারা। পথচারীরা গরম নিবারণে করার জন্য কিনছেন তালের শাস। অনেকেই পরিবারের জন্যে তালের শাস কিনে নিয়ে যাচ্ছেন। সোমবার (২৪মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড বাজারে তালের শাস ক্রেতা মো: আলম বলেন, গরমে একটু প্রশান্তি পেতে তালের শাস কিনেছি। বাড়িতেও সবার জন্য নিয়ে যাচ্ছি। গরমে তালের শাস বেশ আরাম দেয়।’ ক্রেতা হাসিনা বলেন, ‘মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি। নাতি-নাতনিদের জন্য বাইরের ভাজা পোঁড়া না নিয়ে তালের শাস নিয়ে যাচ্ছি। এতে গরমে কিছুটা ভালো লাগবে। তালের শাস বিক্রেতা বিক্রেতা সোলায়মান বলেন গত কয়েকদিন আগে তাল বেশি টাকা কেনা থাকায় প্রতি তাল ৩০ টাকা করে বিক্রি করা হয়েছে এ সপ্তাহে স্বাভাবিক আগের দামে এসেছে এখন তাল ২০ টাকা বিক্রয় করতে পারছি বলে জানান।

আলোকিত প্রতিদিন / ২৫ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here