ইসরায়েলে কোন বাংলাদেশি গেলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

0
313

আলোকিত ডেস্ক : ইসরায়েলকে দেশ হিসেবেই আমরা স্বীকার করি না। যতোদিন আমরা তাদের স্বীকৃতি না দিচ্ছি, ততোদিন কোনো বাংলাদেশি ইসরায়েলে গেলে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । ২৬ মে (বুধবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিস্তিনকে ওষুধসামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এক্ষেত্রে প্রজ্ঞাপন জারি করা দরকার কিনা, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের ইমিগ্রেশন, ওরা জানে সবাই। ইমিগ্রেশন ওটা নিয়ন্ত্রণ করবে এবং তারা করেও থাকে। তারা এটা বছরের পর বছর ধরে করছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, আইন প্রয়োগ।
আলোকিত প্রতিদিন / সা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here