রাজধানীর ভাটারায় কসমেটিকস বিক্রির আড়ালে চলছে সুদের রমরমা বাণিজ্য

0
349
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারায় কসমেটিকস বিক্রির আড়ালে চলছে সুদের রমরমা বাণিজ্য।  জানা গেছে, ভাটারা দক্ষিণ নয়ানগর মিষ্টির কারখানার গলিতে রযেছে তানভীর কসমেটিকস নামের একটি দোকান। দোকানে কসমেটিক বিক্রির কথা থাকলেও দেখা গেছে আপন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নামের বেশ কিছু পাশ বই এবং ঐ সমিতির কথিত কিছু সদস্যদের আনাগোনা। গোপন এক অনুসন্ধানে জানা গেছে, কসমেটিকস বিক্রির সাইনবোর্ডের আড়ালে দীর্ঘ দিন যাবত কোন প্রকার লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সোহাগ ও তার স্ত্রী তাসলিমা আক্তার। যা সম্পূর্ণরূপে সমবায় আইন বা দেশের প্রচলিত বেসরকারি আর্থিক সংস্থার নিয়মনীতির বহির্ভূত।  নিবন্ধন ছাড়াই এনজিওর আদলে গড়ে ওঠা অবৈধ এ সমিতির খপ্পরে পড়ে অতিরিক্ত সুদ ও স্বল্প সময়ের ঋণ পরিশোধের ফলে পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হয়ে পরার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।  এতে  নিঃস্ব হচ্ছে স্বল্প আয়ের মানুষ ও ছোট ছোট ব্যবসায়ীরা।  এভাবে প্রায় মাঠ পর্যায়ে ৩০ (ত্রিশ) লাখ টাকা ঋণ দিয়ে সুদ বাণিজ্য করে আসছে যা সম্পূর্ণ আইনবহির্ভূত। এখানে অনেকেই চড়া সুদের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।  অবৈধভাবে সুদের ব্যবসায় করায় সরকার যেমন হারাচ্ছে লাখ, লাখ টাকা রাজস্ব। তেমনি দীর্ঘ মেয়াদে আমানত সংগ্রহ করে সোহাগ-তাসলিমা দম্পত্তি লাপাত্তা হওয়ার শঙ্কায়ও ভুগছে সদস্যরা।  আরো জানা গেছে, উক্ত কথিত সমিতির সদস্য হতে হলে কোন ব্যক্তির প্রথমে ১ হাজার টাকা সঞ্চয় করে ৫ মাসে ৫ (পাঁচ) হাজার টাকা জমা করতে হয়। ঋণ ফি দিতে হয় ২ দুই হাজার টাকা (অফেরতযোগ্য) এরপর তাকে প্রতি বছরে ২৪ হাজার টাকা মুনাফার শর্তে ভাটারার স্থানীয় কোন ব্যক্তির জামিনদার রেখে সর্বনিন্ম ১ লাখ টাকা করে ঋণ দেয়। ঋণের টাকা দেয়ার নাম করে কৌশলে নিচ্ছেন নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর। সময় অনুযায়ী টাকা দিতে না পারলে সহি করা নন জুডিসিয়াল স্ট্যাম্প দিয়ে ঋণ গ্রহিতার নামে করা হচ্ছে আদালতে মামলা। এ বিষয়ে ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম (ভারপ্রাপ্ত)-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নিবন্ধন ছাড়া সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা চালানো ও মাঠ পর্যায়ে ঋণ দেয়া সম্পূর্ণ অবৈধ। সুতরাং কেউ সমবায় নীতিমালার বাইরে কোন কার্যক্রম পরিচালনা করেন, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই সমবায়ের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here