আশুলিয়ায় বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় গ্রেফতার ৩

0
326
স্টাফ রিপোর্টার:
আশুলিয়ার কাঠগড়া এলাকায় হত্যাকান্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় সনাক্ত হয়েছে। একই সাথে হত্যার রহস্য উদঘাটন করে ৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার রাত ১০টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই একে অপরের বন্ধু ও একই জেলায় বাড়ি। গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার সাথিয়া থানার ধুলাউড়ি গ্রামের মাহাতাব ব্যাপারীর ছেলে সোহেল (২২), একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল আলীম (১৭) ও আব্দুল খালেকের ছেলে জিহাদ (২০) । উদ্ধারকৃত মরদেহটি পাবনা জেলার বেড়া থানার মঞ্জু মিয়ার ছেলে আল-আমিন (২০)। এ বিষয়ে আশুলিয়া থানার (এসআই) ফজর আলী বলেন, নিহতের মোবাইলের অবস্থান শনাক্ত করে তদন্ত শুরু করে আশুলিয়া থানা পুলিশ। মোবাইলের অবস্থান অনুযায়ী গাজীপুরের কোনাবাড়ি এলাকার একটি দোকানে মোবাইল বিক্রি করতে যায় আসামিরা। এ সময় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ। তিনি আরো বলেন, আটক তাদের জিজ্ঞাসাবাদে বলেন, সবাই একে অপরের বন্ধু। এর মধ্যে সোহেল নিহত আল-আমীনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় নব্বই হাজার টাকা নেয়, কিন্তু পরে চাকরি ও টাকা কিছুই না দিয়ে তালবাহানা করতে থাকে। পরে আল-আমীন বন্ধু সোহেলকে টাকার জন্য চাপ দেয় ও অপমান অপদস্ত করে। অপমানিত হয়ে গ্রেফতার তিন বন্ধু একত্রিত হয়ে আল-আমীনকে হত্যার পরিকল্পনা করে কাঠগড়ার উত্তর পাড়ার শামসুন্নাহারের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। এখানেই গত ২২ মে রাতে তিন বন্ধু মিলে আল-আমীনকে হত্যা করে পালিয়ে যায়। ২৩ মে রাত ১ টার দিকে আশুলিয়ার কাঠগড়ার উত্তর পাড়ার ওই বাড়ি থেকে আল-আমীনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, গত ১৯ মে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয় সোহেল নামের ওই যুবক। পরে ২৩ মে সকাল থেকে ঘরের দরজায় তালা ঝুলতে দেখেন বাড়িওয়ালা। রাতে ঘর থেকে পঁচা গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাত ১২:৩০ ঘটিকায় দিকে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/২৮ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here