প্রতিনিধি, ময়মনসিংহ:
সংস্কারের অভাবে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর বাজার থেকে রণসিংহপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই বেহাল। ৩ কিলোমিটার রাস্তায় পিচ ও সুড়কি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন মেরামত না করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই বেহাল সড়কের গর্তে পানি ও কাদা জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়ছে আশেপাশের এলাকাবাসী ও সাধারণ পথচারীরা। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্য নেই কোন কার্যকরী উদ্যোগ এমনই অভিযোগ এলাকাবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায় ঝুঁকিতে চলছে ট্রাক, লড়ি, ঢলি, সিএনজি, অটোরিকশা সহ অসংখ্য যানবাহন। স্থানীয়রা জানায় পার্শ্ববর্তী দূর্গাপুর উপজেলার শিবগঞ্জ থেকে প্রতিদিন অসংখ্য বালুবর্তী ট্রাক ও লড়ি আসা যাওয়া করাই রাস্তার অবস্থা খুবই বেহাল। দ্রুত রাস্তাটির মেরামত চান তারা। এ বিষয়ে গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, রাস্তাটি এলজিইডির আওতাধীন। বিভিন্ন সময় খানাখন্দ গুলোতে সুড়কি ও বালু দিয়ে ভরাট করে দিয়েছি। তবে এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সহকারী প্রকৌশলী মো: রফিক বলেন, রাস্তার প্রজেক্টে পাঠানো হয়েছে, যা প্রক্রিয়াদিন রয়েছে।
আলোকিত প্রতিদিন/২৮ মে, ২০২১/ দ ম দ