প্রতিনিধি, চন্দনাইশ:
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১ জনকে আটক করেছে। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ৭টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) উপন বড়ুয়া সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এন.জে উচ্চ বিদ্যালয়ের পিছনে আজিজিয়া সোসাইটিং হাউজের খোলা মাঠের উপর অভিযান চালিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে মোঃ জমির উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৯ মে, ২০২১/ দ ম দ