সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ

0
608

প্রতিনিধি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের দ্বন্দ্বে সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে। শনিবার ফুরশাইল গ্রামের জীবন মন্ডলের স্ত্রী অভিযোগ করে বলেন প্রতিপক্ষের হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ৭টায় জীবন মন্ডলের স্ত্রী আলো রানী মন্ডল তার নিজ জমিতে ঘর তুলতে গেলে একই গ্রামের মো. শাহাবুদ্দিনের স্ত্রী সামলা বেগম তার ছেলে রফিকুল ইসলাম বাবু এসে ঘর তুলতে বাধা দিলে তাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে। রফিকুল ইসলাম বাবু তার হাতে থাকা লাঠি দিয়ে আলো রানীর উপর আঘাত করলে তা একজন ফিরিয়ে দেয়। পড়ে সে আলো রানীকে বেধড়ক মারধর করে।  এ বিষয়ে আলো রানী মন্ডল বলেন, আমরা ঘর তুলতে গেলে সালমা বেগম সেখানে বাধা দেয়। তাদের সাথে কথা কাটাকাটি হয় তখন তার ছেলে রফিকুল ইসলাম বাবু আমার মাথায় বাড়ি মারলে আমি সরে যাই পরে সে আমার চুল ধরে মাটিতে ফেলে দেয়। আমার জামা টেনে ছিড়ে ফেলে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ওরা আমাকে হুমকি দিয়ে চলে যায়। পড়ে রাতে আবার লোকজন নিয়ে সালমা বেগম ও তার ছেলে আমাদের বাড়িতে আসে তখন আমি স্থানীয় মেম্বারকে ফোন করি সে লোকজন নিয়ে আসলে সালমা বেগমের লোকজন চলে যায়।  মালখানগর ইউপি সদস্য মো. হারুনার রশিদ বলেন, মারামারির ঘটনা সত্য মারামারি পরে রাতেও সালমা বেগমের লোকজন জীবন মন্ডলের বাড়িতে যায়। ফোন পেয়ে আমি সেখানে গেলে আমার উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান মোহাম্মদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষ দুইটি অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/২৯ মে, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here