আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৩

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলে দুটি দেশীয় অস্ত্র ও হেরোইনসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-১২। শনিবার (২৯ মে) সকালে মধুপুর ও মির্জাপুর উপজেলা থেকে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান। প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মধুপুর উপজেলার পন্ডুরা শেওড়া পাড়া গ্রামের বাসিন্দা মৃত নাজিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলামকে(৪০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় অস্ত্র, আট লাখ টাকা মূল্যমানের ৮০ গ্রাম হেরোইন ও চারটি বিদেশী মূদ্রা উদ্ধার করা হয়। অপরদিকে, মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রাম থেকে দুই মাদক ব্যবসয়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন- মির্জাপুর উপজেলার নগর ছাওয়ালী গ্রামের মো. গেদু মিয়ার ছেলে মো. রজ্জব মিয়া(৩৫) ও মৃত নূর উদ্দিনের ছেলে শাহবুদ্দিন(৪০)। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যমানের ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মধুপুর ও মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব কমান্ডার।

আলোকিত প্রতিদিন/৩০ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -