স্থগিত হওয়া ৩৭১টি ইউনিয়ন ও ১১টি পৌরসভায় নির্বাচন ২১ জুন

0
435

আলোকিত ডেস্ক : নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন থেকে। বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন তিনি।

গত ১১ এপ্রিল  অনুষ্ঠিত হওয়া দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ১ এপ্রিল নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল। এর আগে গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা , ৩৭১টি ইউনিয়ন ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের  তফসিল ঘোষণা করে ইসি।

আলোকিত প্রতিদিন / স হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here