চন্দনাইশে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক-২

0
384
চন্দনাইশ, প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ জুন) রাত সোয়া ১০টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. হাছান উদ্দিন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চাইন্দামুড়া জনৈক ইদ্রিছ এর বাড়ীর সামনে চলাচল রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর মসজিদ মার্কেট এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মো. সাইফ উদ্দিন ও উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকার জাফর আহমদের ছেলে মো. নাছির উদ্দিন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, আটক আসামীদের মধ্যে মো. সাইফ উদ্দিনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি মাদক মামলা রয়েছে এবং মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় দুইটি ও লোহাগড়া থানায় একটি মাদক মামলা রয়েছে। যা বিজ্ঞ আদালতে বিচরাধীন।
আলোকিত প্রতিদিন / সা হা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here