প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণা কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে ১৩ জুন অভিযানে চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৪২হাজার টাকা জরিমানা করা হয়। বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে নেত্রকোণা জেলার বিজ্ঞ জেলা প্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান সার্বিক নির্দেশনায় নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম এর নেতৃত্বে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।এ অভিযান পরিচালনার সময় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা স্ট্যান্ডার্ড বেকারি, নজরুল স্টোর , মামুন মেডিকেল হল, সুব্রত মেডিকেল হল। এসময় অভিযানে সহযোগিতা করেন কেন্দুয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গফুর সহ পুলিশ টিম । সহকারী পরিচালক মোঃ শাহ আলম বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন না করা নিষেধ দিয়ে যান , সতর্ক করেন এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভীড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৩ জুন, ২০২১/ দ ম দ