প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম কোনাবাড়ি বাজার থেকে কালি মন্দির সেতুটি ভেঙ্গে পড়েছে । ফলে দুর্ভোগে পড়েছে কয়েক গ্রামের জনসাধারণ। শুক্রবার (১১ই জুন) ভোরে বৈরান নদীর উপর নির্মিত সেতুটি নিজে নিজেই ভেঙ্গে পড়ে, এতে কোন হতাহত হয়নি। সোস্যাল মিডিয়া ও অনলাইনেও গোপালপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানের ঝুঁকিপূর্ণ এই সেতুটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট দীর্ঘদিন ধরে জোর দাবী জানিয়ে আসছিলেন সচেতন মানুষ । গত ৩১শে মে নুরু আলম নামক একজন ব্রীজটি নিয়ে ফেসবুকে লিখেছিলেন, গোপালপুর বাজার থেকে কালিমন্দির যাওয়ার জন্য বৈরান নদীর উপর সেতুটির অবস্থা খুবই খারাপ। সেতুর দুই পাশের রেলিং অনেকখানি ভেঙ্গে গেছে। সেতুর দুই পাশে ময়লার স্তুপ। সেতুটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নতুন করে সেতু তৈরি করা খুবই দরকার হয়ে পড়েছে। যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এই ব্যস্ততম স্থানে দ্রুত নতুন সেতু নির্মাণ করলে গোপালপুর বাজারে যেতে সাধারণ মানুষের ভোগান্তির লাগব হবে । এ বিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা বলেন, বিষয়টি জানতে পেরেছি। সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। টানা দুই দিনের বৃষ্টির ফলে সেতুটি ভেঙে পড়েছে। খুবই দ্রুত চলাচলের জন্য সেতুটি উপযোগী করা হবে।