ধামরাইয়ে অবৈধভাবে দোকানঘর দখলের অভিযোগ

0
305
নিজস্ব প্রতিনিধি: ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া বাজারের পাশে ৩০বছর ধরে দখলকৃত পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল করার ঘটনা ঘটেছে স্থানীয় শুকুর মুন্সীর বিরুদ্ধে। এ জমি নিয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৪মে সোমবার সকালে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া বাজারে এঘটনাটি ঘটে। দোকানের মালিক আব্দুর রশিদ বলেন, হাতকোড়া বাজারে আধা শতাংশ জমিতে আমার দোকানঘর। ত্রিশ বছর ধরে জমিটি (দোকানঘর) ভোগদখল করে আসছি। দোকানঘর দখল করার জন্য শুকুর মুন্সী সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। আব্দুর রশিদের ভাতিজা হাবিবুর রহমান হাবু বলেন, শুকুর মুন্সী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। অবস্থার বেগতিক দেখে আমাদের উদ্ধার করার জন্য আমি ট্রিপল নাইনে কল দেই। দোকানঘর দখলের কথা স্বীকার করলেও সন্ত্রাসী হামলার কথা অস্বীকার করেন শুকুর মুন্সী। তিনি বলেন তেইশ বছর পূর্বে জমিটি (দোকানঘর) আমি রশিদ মাওলানার কাছ থেকে ক্রয় করি। এতো বছর যাবত তিনিই (রশিদ) ভোগদখল করে আসছিল। দোকানটি রশিদ অন্য কারও কাছে ভাড়া দেয়। আমি সেই ভাড়াটিয়াকে তাড়িয়ে দোকান দখল করি। এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, অবৈধভাবে দোকানঘর দখলের কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে শুকুর মুন্সী বাদি হয়ে রশিদ মাওলানার বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ১৪ জুন, ২০২১/ ম  হ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here