সিরাজদিখান-তালতলা প্রধান সড়কে খানাখন্দে জর্জরিত  

0
380

প্রতিনিধি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখান-তালতলা প্রধান সড়ক খানাখন্দে জর্জরিত । উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তুষপাড়া তিন রাস্তার মোড় থেকে ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া আ.জাব্বার মহিলা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক পর্যন্ত প্রায় ৮শ মিটার সড়ক খানাখন্দে জর্জরিত হয়ে আছে। এর ফলে ভোগান্তি নিয়ে প্রতিদিন চলতে হচ্ছে হাজারো মানুষের। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে খানাখন্দে জর্জরিত হয়ে আছে। এছাড়া বিশেষ করে তিন রাস্তার মোড় সংলগ্ন এবিসি কিন্ডার গার্টেনের সামনের সড়কটির প্রায় ১শ ফুটের উপরে খানাখন্দে জর্জরিত হয়ে বছর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। এ সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল অসম্ভব হয়ে পড়ে। খানাকন্দ আর গর্তের যেনো শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই সড়কটি জলাবদ্ধতার কারণে পানিতে ডুবে যায়। সড়কটির দুপাশে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এ জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রশাসনের ঠিকমতো নজরদারি না থাকায় এ সড়ক দিয়ে চলাচল করা যায় না। মাঝে মধ্যে ঘটে ছোট বড় দুর্ঘটনা। পথচারীরা বলছে এ সড়ক দিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইউএনও, উপজেলা প্রকৌশলী, থানার ওসি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিদিন চলাচল করে থাকেন। তারপরও এই সড়কটি সংস্কার কেন হচ্ছে না এটাই তাদের প্রশ্ন।  পথচারী হুমায়ন জানান, এই সড়কটি প্রায় ৩/৪ বছর ধরে খানাখন্দ হয়ে আছে। প্রশাসনের লোকজন এ সড়কটি কেন সংস্কার করেনা তা জানিনা। বছর জুড়েই পানি জমে থাকে। অনেক সময় দেখি অটোরিকশা উল্টে যাত্রীরা পানিতে পড়ে যায়। প্রশাসনের কাছে দাবি এ গুরুত্বপূর্ণ সড়কটি মেরামত করে দেওয়ার।  অটোরিকশা চালক মো.রুবেল শেখ বলেন, এই সড়কজুড়ে খানাখন্দ আর জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। হরহামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা । মাঝে মধ্যে অটোরিকশা উল্টে যায় যাত্রী নিয়ে পানিতে পড়ে যাই। এ রাস্তাটি কেন মেরামত করে না জানি না। সরকারের কাছে দাবি এই সড়কটি মেরামত করে দেয়।  উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ জানান, এটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, আমরা একটি আবেদনপত্র জমা দিয়েছি এটা শীঘ্রই আবেদন পত্র পাস হলে কাজ ধরা হবে।

আলোকিত প্রতিদিন/ ১৫ জুন, ২০২১/দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here