চীন আশ্বাস না দিলেও রাশিয়ার কাছ থেকে টিকা পাওয়া যাবে: জাহিদ মালেক

0
239

আলোকিত ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বুধবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘চীনের সিনোফার্মের টিকা পেতে সব ধরনের কাগজপত্র সেখানে পাঠানো হয়েছে, তবে তারা এখনো আমাদের কোনো কিছু জানায়নি। ’তিনি আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গেও আমাদের টিকা পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। তাদের থেকে টিকা পাওয়ার ব্যাপারে দুই একদিনের মধ্যে ভালো খবর আসতে পারে। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গেও নিয়মিত আলোচনা হচ্ছে। তবে তারা টিকা দেয়ার ব্যাপারে কোনো আপডেট জানায়নি।স্বাস্থ্যমন্ত্রী আরও  বলেন, ‘করোনার সংক্রমণ সীমান্ত এলাকার গণ্ডি  পেরিয়ে নোয়াখালী এবং মানিকগঞ্জ পর্যন্ত বিস্তার লাভ করেছে। অর্থাৎকরোনার সংক্রমণ  ঢাকার খুব  কাছাকাছি চলে আসছে। করোনার সংক্রমণ এতটাই বিস্তার লাভ করেছে যে এখন আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বণ করা উচিত। আম ব্যবসায়ীদের জন্য করোনার সংক্রমণ বিস্তার লাভ করেছে বলে তিনি মনে করেন ।

তিনি বলেন, ‘বিশ্বের উৎপাদনশীল দেশগুলোতে টিকার সুষম বণ্টন নেই। চীনের টিকা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। আমাদের হাতে ১১ লাখ টিকা আছে। এগুলো ১৯ তারিখ থেকে ৫ লাখ লোককে দেয়া হবে। দ্বিতীয় ডোজ হাতে রেখেই তাদের ৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। ১১ লাখ টিকা সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীসহ বিদেশগামী যাত্রীদের, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দেয়া হবে। একইসঙ্গে দেশে টিকা উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানেও চেষ্টা চলছে।’জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে ৫০০টি জায়গায় করোনা পরীক্ষা হচ্ছে। এটা আরও বাড়াতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় ডাক্তার, নার্স নিয়োগের প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ২০ হাজার ডাক্তার নার্স নিয়োগ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও যাতে নিয়োগ দেয়া হয় সে ব্যাপারে আমাদের সরকার প্রধান যথেষ্ট আন্তরিক আছেন।তিনি আরও বলেন, ‘রাশিয়া এবং চীনেরে সাথে টিকার দামের বিষয়ে তাদের সঙ্গে গোপন চুক্তি হয়েছিল, কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টিকা পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে টিকার দাম নিয়ে কথা বলা হবে না। তা না হলে টিকা পেতে সমস্যা হবে।

আলোকিত প্রতিদিন/ ১৬ জুন, ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here