বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

0
519

আলোকিত ডেস্ক: বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগেরহাট প্রেসক্লাব এর বার বার নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন ১৬ জুন সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম এ্যাডভোকেট মোজাফফর হোসেন বাগেরহাট জেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকতা ও আর্ত মানবতার সেবায় তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। দেশ ও জনকল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন, সেজন্য তিনি এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এ্যাডভোকেট মোজাফফর হোসেনের ইন্তেকালে আমি তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাঁকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আলোকিত প্রতিদিন/ ১৬ জুন, ২০২১/ ম হ চ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here