আবুল কালাম আযাদ,(ঢাকা): সাভারে টায়ার রিকুট করে উৎপাদন করা তেল ব্যবহার হয় পিচ ঢালাই রাস্তার নির্মান কাজে। এই তেল উৎপাদন করে সাবলম্বী হয়েছেন উদ্যোক্তারা। জানা যায় সাভারের ভাকুতা এলাকায় টায়ার রিকুট করে তৈরী হচ্ছে এই তেল। এ বিষয়ে জানতে চাইলে উদ্যেক্তারা বলেন চিন সহ অন্য দেশ থেকে আমদানী করা হয় এই তেল, যা ব্যাবহার হয় পিচ ঢালাই রাস্তার নির্মান কাজে। আমরা অনেক কষ্টে স্বল্প পুজি নিয়ে এটা শুরু করেছি সহায়তা পেলে উৎপাদন বাড়ানো সম্বভ।
অন্য দিকে এটা উৎপাদনে এই এলাকায় ডেঙ্গু মশার উৎদপাত কমছে বলে জানান স্থানীয়রা। অপর দিকে কৃষি খামারী কৃষি ফসলে জমির মালিক আব্দুল আলী বলেন এখানে আমার ৭০-৮০ বিঘা জমি আছে সবজি চাষ করছি। টায়ার রিকুট এর ফলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এমন কি গবাদিপশু পালন করি আমি এই জমি থেকে ঘাস গাবাদি পশু দের খাওয়ানো হয়, এতে কোন খারাপ দিক দেখিনি। এলাকাবাসি আরো অনেকের সাথে কথা হলে তারা বলেন, এলাকার অনেক বেকার যুবক দের জন্য কাজের ব্যবস্থা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুন, ২০২১/ ম হ চ