ফুলবাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় করোনায় মৃত্যু ১

0
277

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনায় আক্রান্ত হয়ে রংপুর সিএমএইচ এ আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম আবেদ আলী (৫২)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী নাখারজান গ্রামের মৃত আলী মুদ্দিনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ জুন গুরুতর অসুস্থ হলে তাকে রংপুর সিএমএইচ এর করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার ১৬ জুন সকাল সাড়ে ৭ টার দিকে আবেদ আলী মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি মাসেই এ পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় এক শিশুসহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে আবেদ আলীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস।

আলোকিত প্রতিদিন/ ১৬ জুন, ২০২১/দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here