র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

0
314
গলাচিপা,প্রতিনিধিঃ র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ১৫ জুন ২১ইং তারিখ আনুমানিক ২০:৪৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গলাচিপা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।এ সময় অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৮:১৫ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন পশ্চিম কাচারিকান্দা সাকিনস্থ জনৈক মামুন ফরাজী (৩৩), পিতা-মৃত নূর মৌলভী ফরাজী এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য উক্ত স্থানে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিক্তিতে গোয়েন্দা তথ্যের অনুসরণ করে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ২০:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ঐ  ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ মিরাজ বয়াতি (২৫), পিতা- মোঃ জামাল বয়াতি, সাং-চাঁনদের হাওলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে সে পেশায় একজন অটোবাইক চালক হলেও গাঁজা ব্যবসাই তার প্রকৃত ব্যবসা।
 আসামীর নিকট হতে ২ (দুই) কেজি কথিত গাঁজা, গাঁজা বিক্রয়ের জন্য ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন, ০২ টি সীম এবং ০১ (এক) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কথিত গাঁজার অবৈধ বাজার মূল্য অনুমান ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা। ধৃত আসামী এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন বলে জানা যায়। পটুয়াখালী ক্যাম্পের লেঃ কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো শহীদুল ইসলাম জানান, আমাদের প্রতিদিনের ন্যায় অভিযান অব্যহত আছে প্রতিনিয়ত অভিযান চলছে,ভবিষ্যতে ও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৬ জুন, ২০২১/ ম হ চ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here