কালিহাতীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

0
331

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতীতে ইউএনওর হস্তক্ষেপে অষ্টম শ্রেণীর ছাত্রী জান্নাত বাল্য বিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল দক্ষিণপাড়া গ্রামের আব্দুল লতিফের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা। ইউএনও রুমানা তানজিন অন্তরা জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী বাল্য বিয়ের অভিশাপের শিকার হতে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে মেয়েটিকে রক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। প্রায় ১ কিলোমিটার পায়ে হেটে মেয়েটির বাসায় হাজির হয়ে দেখতে পাই, মেয়েটির অভিভাবক বিয়ের সকল আয়োজন করেছেন। তবে আমাদের আসার খবর পেয়ে বরপক্ষ কণের বাড়িতে না এসে কাছাকাছি কোথাও অবস্থান করছেন বলে জানা যায়। দারিদ্র্যের কারণে মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মেয়ের বাবা স্বীকার করেন। তিনি আরো জানান, মেয়ে ও মেয়ের অভিভাবকদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে এবং এই অপরাধের শাস্তি সম্পর্কে অবগত করলে তারা তাদের ভুল স্বীকার করেন। মেয়েকে ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। এসময় মেয়েটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য সহায়তার আশ্বাস দেয়া হয়।

আলোকিত প্রতিদিন/ ১৯ জুন, ২০২১/দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here