প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল হল

0
362

আলোকিত ডেস্ক: রোববার (২০ জুন) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক এ এম মনছুরুল আলম জানান যে, করোনাভাইরাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায়  চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।মহা-পরিচালক আরও জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের কোনভাবেই অটোপাস দেওয়া হবে না তবে তাদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। করোনার ভয়াবহতা স্বাভাবিক হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের  বার্ষিক পাঠপরিকল্পনার আলোকে পড়ানো হবে।জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মতি পেলে পরীক্ষা না নিয়ে এর পরিবর্তে ‘বাড়ির কাজ’ দিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে নতুন শ্রেণিতে তোলা হবে।  খুব দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠানো হবে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here