ত্রিশালে হেলথ এন্ড  প্রমোশন কার্যক্রমের উদ্বোধন

0
381
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: কোভিড-১৯ ভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ বিপর্যস্ত। ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী (এইচপিএনএসপি)র আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২১ জুন (সোমবার) সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রোগ্রামটি উদ্বোধন করেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম , অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: মনোয়ার সাদাত সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক গণ। জানা গেছে, জনসাধারণকে উদ্বুদ্ধ করতে  জনসচেতনতামূলক লোকগান, নাটিকা এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী  প্রচার করা হবে।
ত্রিশাল  উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সোমবার (২১ জুন) সকালে   ত্রিশাল হাসপাতলে সামনে উদ্বোধনের পর দরিরামপুর বাসস্ট্যান্ড সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালান।
আলোকিত প্রতিদিন/ ২১ জুন, ২০২১/ এম এইচ সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here