গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়ে নিল ৭৬ জনের

0
292

আলোকিত ডেস্ক: মঙ্গলবার (২২) জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,প্রাণগাতী  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৬ জন মারা গেছেন।  ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা  দাঁড়াল ১৩ হাজার ৭০২ জনে। এদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন এবং সরকারি হাসপাতালে ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় ৪ জন মারা যান।  নতুন করে ৪ হাজার ৮৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন । ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৬১ হাজার ১৫০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৩৬ শতাংশে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আলোকিত প্রতিদিন/২২ জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here