আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ করে কাল্ব এর অগ্রযাত্রা রুখা যাবে না:বীরমুক্তিযোদ্ধা জোনাস ঢাকী

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

সিনিয়র রিপোর্টার:
মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ করে একের পর এক ঈর্ষণীয় মহলের মদদকৃত হলুদ সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্যে লেখা দুর্নীতির অভিযোগে দেশের অন্যতম সমবায় প্রতিষ্ঠান কালব এর ধ্বংসের অপচেষ্টা করার প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান। জোনাস ঢাকী। সাম্প্রতি একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর তথ্যে ভরা সংবাদের তীব্র নিন্দা ও মুক্তিযুদ্ধকালীন তার অবদানের ভুল তথ্য দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, দেশের অন্যতম এই সমবায় প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য একটি মহল সবসময় সক্রিয়। তারা প্রতিষ্ঠানটির অর্থ লুট করার জন্য হলুদ সাংবাদিকদের আশ্রয় নিয়েছেন। আমার দায়িত্বে প্রতিষ্ঠানটি দিনদিন সাফল্যের মুখ দেখছে, তা ঐসব মহলের গাত্রদাহ হয়ে উঠেছে। সম্প্রতি এমনই একটি আনাড়ি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের বিভিন্ন অযাচিত হিসেব দেখিয়ে ও মুক্তিযুদ্ধকালীন আমার অবদানের ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রচার করে। যার তথ্য ও হিসাবের কোন ভিত্তি নেই। আমি সাফল্যের সাথে কাজ করার কারণে পরপর দুইবার কালবের চেয়ারম্যান নির্বাচিত হতে পেরেছি। এই দীর্ঘ সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে আমাকে হেনস্তা করার ব্যার্থ চেষ্টা করা হয়েছে। কিন্তু এইসব দুর্নীতির অভিযোগের সত্যতা না পাওয়ায় কখনোই  প্রতিষ্ঠানের সকল হিসাবের সচ্ছতা আছে। যার কোনটির মধ্যে অনিয়মের ছাপ নেই এবং আমি তা প্রমাণ করতে পারব। আমি আগেও বলেছি, কালবকে আর কোন অপশক্তিই পরাজিত করতে পারবে না। আমি আমার মেধা ও যোগ্যতার শক্তি দিয়ে সকলের সহযোগিতায় কালবকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। আমি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে হলুদ সাংবাদিকতার শিকার কালবকে হতে দিতে পারি । দেশের সরকারের উন্নয়ন দেখে যেমন মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীরা নিজের চোখ কুঁচকে ফেলে আজকে কালবের উন্নয়নও অনেকের গাত্রদাহ হয়ে উঠেছে! নিরলস পরিশ্রম আর জনগণের সহযোগিতা ছাড়া কালব আজ এই অবস্থানে আসতো না। ঠিক তেমনি কোনো অপশক্তি ষড়যন্ত্র করে কালবের অগ্রযাত্রার বাধা হয়ে সফল হবে না। আমার সততা নিয়ে কোন রকম প্রশ্ন আসবে এমন কাজ আমি প্রশ্রয় দেয়নি কখনো। তাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, অর্থের লোভ আমার নৈতিকতায় দাগ ফেলতে পারেনি। কোন অনৈতিক কাজও আমি সমর্থন করিনি। বাকি জীবনটা কালব এর প্রয়োজনে উৎসর্গ করে নিজেকে সার্থক করতে চাই।

আলোকিত প্রতিদিন/ ২১ জুন, ২০২১/দ ম দ

- Advertisement -
- Advertisement -