বৃষ্টির পানিতে প্লাবিত রাস্তাঘাট ,দোকানপাট ও বাসা-বাড়ির নিচতলা

0
313

আলোকিত ডেস্ক: সোমবার (২১ জুন) দুপুর ১টা বাজতেই পুরান ঢাকার মাজেদ সরদার রোড এলাকার আকাশ হঠা্ৎ কালো মেঘে ঢেকে যায়।এরপর শুরু হলো বৃষ্টি । ২টা না বাজতেই  বৃষ্টির পানিতে মাজেদ সরদার রোড, সিক্কাটুলী,নাজিরা বাজার চৌরাস্তা ও বাংলাদেশ মাঠ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এরফলে বৃষ্টির পানিতে  এলাকর রাস্তাঘাট ,দোকানপাট ও বাসা-বাড়ির নিচতলায় পানি ঢুকে যায়। স্থানীয় লোকের অভিযোগ, সিটি করপোরেশনের অবহেলার জন্য এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।  টানা এক ঘণ্টা বৃষ্টি হলে সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে যায় এবং যান চলাচলও বন্ধ হয়ে যায়।  অথচ সিটি করপোরেশনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে এলাকার মানুষ অত্যান্ত অসহায় জীবনযাপন পরিচালনা করছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উর্ধ্বতন কর্তপক্ষের দাবি, পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে তারা যথেষ্ট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং একটি মেগা প্রকল্প হাতে  নিয়েছে। মেগা প্রকল্পের আওতায় বংশালের বিভিন্ন রাস্তার পানি নিষ্কাশনের কাজ চলছে। কর্তপক্ষের দাবি বর্ষার মধ্যেই এ কাজ শেষ হবে। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুন্সি মো. আবুল হাসেম আলোকিত প্রতিদিন কে জানান, বংশালের জলাবদ্ধতা নিরসনে গত ৩০ মে থেকে নতুন পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ে কাজ শেষ করতে পারব।

আলোকিত প্রতিদিন/২১ জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here