মো.বাবুল হোসেন পঞ্চগড়: ২২ জুন ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এর নেতৃত্বে জেলার সদর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময়ে ভোক্তা-অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ১৬,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি অফিসার এবং সদর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ২২ জুন, ২০২১/ এম এইচ সি