আলোকিত ডেস্ক: মঙ্গলবার (২২) জুন) দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণী (২০) ধর্ষণের শিকার হন। ধর্ষিতার বাবা নিজে বাদী হয়ে ট্রাকের চালক ও হেলপারকে আসামি করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসাইন বুধবার (২৩ জুন) দুপুরে আলোকিত প্রতিদিন কে বলেন, মঙ্গলবার (২২) জুন) গভীর রাতে ধর্ষণের শিকার তরুণীর বাবা নিজে বাদী হয়ে ট্রাকচালক ও হেলপারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা ঐ প্রতিবন্ধী নারীকে বুধবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তিনি আরও বলেন,পুলিশের সদিচ্ছায় মামলার দুই আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আসামী ট্রাকচালক বগুড়া জেলা সদরের আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে সোহেল রানা (৩২) এবং হেলপার একই জেলার শিবগঞ্জ উপজেলার জহুরুল শেখের ছেলে ওয়াবাহ শেখ (৩০)।তার দুজনই পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। জানা যায় মঙ্গলবার (২২ জুন)ঐ প্রতিবন্ধী তরুণী চন্দ্রা থেকে ট্রাকের কেবিনে চড়ে বাড়ী আসছিলেন । ট্রাকটি এলেঙ্গা আসার পর ট্রাকচালক সকল যাত্রীদের নামিয়ে দিলেও কেবিনে থাকা ঐ প্রতিবন্ধী নারীকে নামার সুযোগ না দিয়েই গাড়ী ছেড়ে দেয়। এ সময় ট্রাকের এক যাত্রী ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবহিত করলে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কড্ডার মোড় এলাকায় ব্যারিকেড দিয়ে ট্রাকসহ চালককে আটক করে। এ সময় ট্রাকের কেবিনে থাকা ঐ নারীকেও উদ্ধার করা হয়।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২১/আর এম