খিলগাঁওয়ে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

0
288

আলোকিত ডেস্ক: বুধবার (২৩ জুন) সকাল ৯টায় রাজধানীর খিলগাঁওয়ে খালে পড়ে নিখোঁজের একদিন পর অজ্ঞাত এক  যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে আলোকিত প্রতিদিন কে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ময়লা-আবর্জনার ভেতরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয় । সংবাদ পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ খিলগাঁও থানার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে বোতল কুড়ানোর সময় নিখোঁজ ওই যুবক খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের  ড্রেন থেকে খালে পড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৯ ঘণ্টা ব্যাপী দিনভর উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা ৭টায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here