আলোকিত ডেস্ক: বুধবার (২৩ জুন) সকাল ১১টার দিকে বরগুনার তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোডের কালিবাড়ি এলাকায় ধারালো অস্ত্রের কোপ থেকে মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে খুন হয়েছে তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সুমন (১৩)। স্থানীয় লোকের মুখে জানা যায়, স্ত্রী সেলিনা বেগমের সাথে স্বামী আসাদুল খাঁনের পারিবারিক বিষয় নিয়ে অনেকদিন ধরেই বিরোধ চলছিল।প্রায় তাদের মধ্যে এ বিষয় নিয়ে কথাকাটাকাটি হত। বুধবার সকাল ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী আসাদুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী সেলিনা কে কোপাতে গেলে ছেলে বাবার কোপ ফেরাতে সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় বাবার কোপ ছেলের কপালে গিয়ে লাগে। ছেলে সুমন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ছেলের অবস্থা আশঙ্কাজনক দেখে বাবা নিজেই সুমনকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তপক্ষ সুমনকে মৃত ঘোষণা করলে বাবা অতি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এদিকে বাবার হাতে ছেলে নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুমনের সহপাঠী ও এলাকাবাসী ঘাতক বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। সুমনকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন বলে জানান,আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন,সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘাতক বাবাকে অতি দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠিয়েছে।
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২১/আর এম