আলোকিত ডেস্ক: মঙ্গলবার (২২ জুন) চট্টগ্রাম চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. মো. শাহাদাত হোসেন শুভ জানান ,দেশে প্রথমবারের মতো ২০১৯ সালে কৃত্রিম ইনকিউবেটরে ডিম থেকে ২৬টি অজগর সাপের বাচ্চা ফুটিয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মতো একই পদ্ধতি অবলম্বন করে আরও ২৮টি বাচ্চা ফুটানো হয়েছে। তিনি জানান,গত ১৪ এপ্রিল অজগর সাপের ৩১টি ডিম কৃত্রিম ইনকিউবেটরে রেখে ৬৭ দিন পর ২৮টি ডিম ফুটে বাচ্চার জন্ম হয় এবং ৩ টি ডিম নষ্ট হয়ে যায়। ডা. শাহাদাত আলোকিত প্রতিদিন কে বলেন, ‘এখন নতুন সাপের বাচ্চাকে যথাযথ পরিচর্যা করা হচ্ছে। চামড়া পাল্টাতে ১৫ দিন সময় লাগবেে। এ সময় বাচ্চাগুলো কোনো খাবার গ্রহণ করবে না। ডিমের ভিতরে যে পুষ্টি ছিল তা দিয়েই বাচ্চাগুলোর ১৫ দিনের খাবারের চাহিদা মিটে যাবে। ১৫ দিন পর তাদের খাবারের ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘২০ দিন পর বাচ্চাগুলোর অবস্থা সম্পর্কে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হবে এবং তিনি অনুমতি দিলে বাচ্চাগুলো বনে অবমুক্ত করা হবে।’
আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২১/আর এম