নেশার টাকা না পেয়ে কিশোরের আত্নহত্যা

0
329

আলোকিত ডেস্ক: মঙ্গলবার (২২ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান রোড এলাকার ১ নং গলির একটি বাসায় রাব্বি হাওলাদার (১৬) নামে এক কিশোর মারা গেছে। তার পরিবার সূত্রে জানা যায়, রাব্বি নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাব্বির মা মিনারা বেগম বলেন, ‘আমার ছেলে কোনো কাজ করত না, প্রতিনিয়ত নেশা করত । নিজের কাছে নেশার টাকা না থাকলে তার স্ত্রী বুলবুলির কাছে নেশার জন্য টাকা চাইত।টাকা না পেলে প্রায়সময়ই  তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হত। কথা কাটাকাটির এক পর্যায়ে সে পাশের রুমের ফ্যানের সঙ্গে নিজের লুঙ্গি দিয়ে  ফাঁসি দেয়। পরিবারের লোকজন তাকে অজ্ঞান  অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত তিনটায় তাকে  মৃত ঘোষণা করেন।’ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৩ জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here