আলোকিত ডেস্ক:
বৃহস্পতিবার (২৪ জুন) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর ডেমরার নিউ টাউন আবাসিক এলাকায় মো. মিজান (৪৫) নামে এক ব্যক্তি দুই দেয়ালের মাঝে জমে থাকা পানিতে পা পিছলে মৃত্যু হয়েছে। মুমূর্ষ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিজানের বাড়ী পিরোজপুরের মঠবাড়িয়া।নিহতের সহকর্মী মঞ্জুরুল ইসলাম বলেন, মিজান নিউ টাউন আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ১২তলা ভবনের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে দুটি ভবনের দেয়ালের মাঝে পানি জমে। জমে থাকা পানিতে পা পিছলে পড়ে গিয়ে কপাল ও মাথায় আঘাত পান মিজান। সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন,মুমূর্ষ অবস্থায় ডেমরা থেকে একজন রোগী আসলে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২১/আর এম