রাজশাহী গোদাগাড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শামিম নিহত

0
350
প্রতিনিধি,রাজশাহী:
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার কাঁকনহাট এলাকার ললিতনগরে এই ঘটনা ঘটে। নিহত শামিম মোহনপুর উপজেলার বাউটিয়া পোতাহার গ্রামের শফিকুল ইসলামের ছেলে । ওসি জানান, ললিতনগর এলাকায় পুলিশ টহল দিচ্ছিলো এমন সময় পুলিশ কে লক্ষ করে সে গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যায় শামিম। ঘটনাস্থল থেকে একটি পিস্তল,একটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। তিনি আরো কলেন, গত ২০ জুন গোদাগাড়ীতে ধর্ষণ ও হত্যার পর বাড়ির পাশে খড়ের গাদার নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধারের দিন পাশের বাড়ি ও সেই বাসা থেকে দুইটি ফোন হারিয়ে যায়। নিহত ব্যাক্তির কাছে থেকে সেই ফোন পাওয়া গেছে। নিহত শামিম ধর্ষণে জড়িত থাকতে পারে বলে ধারণা  করেন  গোদাগাড়ী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
আলোকিত প্রতিদিন/২৫জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here