আলোকিত ডেস্ক:
বৃহস্পতিবার(২৪ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতি সেনাপ্রধান কে বলেন, সেনাবাহিনী সবসময় জনগনের পাশে ছিল আগামীতেও জনগনের পাশে থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, আবদুল হামিদ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান তার সাথে দেখা করতে গেলে অভিনন্দন জানান। বৈঠকের এক পর্যায় রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে বলেন, দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটময় মুহূর্তে জাতির প্রয়োজনে সেনাবাহিনী সবসময় এগিয়ে এসেছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত সেনাপ্রধান তার পেশাদারিত্ব ও সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে দক্ষ,যোগ্য ও আধুনিক প্রযুক্তির জ্ঞানসম্পন্ন আন্তর্জাতিক মানের বাহিনীতে পরিণত করবে । সেই সাথে নতুন সেনাপ্রধানের সফলতাও কামনা করেন। সেনাপ্রধান তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা গ্রহণ করবেন বলেও আশাবাদ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ,সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৫জুন ২০২১/আর এম