জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা প্রশাসন ঘোষিত আজ লকডাউনের প্রথম দিন চলছে। সকাল থেকে শহরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্কতার সাথে টহল দিতে গেছে। অধিকাংশ ভারী যানবাহন, দোকান-পাট বন্ধ থাকলেও রিক্সা-ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। সরকারি ঘোষনা অনুযায়ী ঔষদের দোকান ও জরুরী খাদ্য সামগ্রীর দোকান খোলা থাকলেও হোটেল-রেস্তোঁরা, ছোট দোকান ও চায়ের দোকানসহ জনসমাগম ছিল না বললেই চলে। জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য লক-ডাউন মেনে চলতে সাধারন মানুষকে উদ্বুদ্ধ করছে।
আলোকিত প্রতিদিন/ ২৮ জুন, ২০২১/ এম এইচ সি