বরগুনায় ২৪ঘন্টায় নতুন আক্রান্ত ৩৮ মৃত্যু হয়েছে ৩৫

0
346
বরগুনা প্রতিনিধি: বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনায়োল আক্রান্ত (পজিটিভ)  হয়েছে। জেলায় মৃত্যু হয়েছে, ৩৫ জনের। বরগুনা জেনারেল হাসপাতালে আজ সকাল ৮ টা পর্যন্ত ১১ জন করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। সন্দেহজনক করোনা রুগী রয়েছেন, ২২ জন। বরগুনার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্তাবধায়ক, খান সালামত উল্লাহ  জানান, জেলায় আজ পর্যন্ত করোনা পজিটিভ পাওয়া গেছে, ১৪৩৩ জনের। এদের মধ্য ১২৬৩ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্য পুরুষ, ১ হাজার ৬০, মহিলা,৩৭৩ জন। সিভিল সার্জন অফিসের ইপিআই তত্তাবধায়ক আলমগীর হোসেন জানান, প্রথম পর্যায়ের নিবন্ধিতদের মধ্য ভ্যাকসিন দু’ডোজই নিয়েছেন ১৯ হাজার ৪৩৪ জন এবং ১ডোজ নিয়েছেন,২৩ হাজার ৬৪ জন। চায়না থেকে প্রাপ্ত সাইনোফাম্রা ভ্যাকসিন ২৮ জুন পর্যন্ত ১ হাজার ১১জন পেয়েছেন।
আলোকিত প্রতিদিন/ ২৯ জুন, ২০২১/ এম এইচ সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here