অসহায় ও দুস্থ পরিবাররের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

0
1063
আসিফ ইকবাল: বান্দরবানে অসহায় দুস্থ পরিবাররের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। অসুস্থ্যতাসহ নানা সমস্যায় কবলিত মানুষ সেনা রিজিয়ন কমান্ডার বরাবর আাবেদনের প্রেক্ষিতে এই সহায়তা দেওয়া হয়। গত মঙ্গলবার (২৯ জুন) সকাল ১১টায় বান্দরবান সেনা রিজিয়নের পক্ষে জি টু আই মেজর মুহাম্মদ এরশাদ উল্লাহ ৭ পরিবারের মাঝে ২৭ হাজার ৫০০ টাকা প্রদান করেন। এছাড়াও অসুস্থ রোগীদের (ক্যান্সার, করোনা ও অন্যান্য চিকিৎসার জন্য) দেওয়া হয়েছে ৪০ হাজার টাকা ।
এ সময় রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন সর্বাত্বক আপদকালীন সময়ে তাদের সহায়তা প্রদান করে আসছে দীর্ঘদিন যাবৎ।
আলোকিত প্রতিদিন/ ৩০ জুন, ২০২১/ এম এইচ সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here