দুদকের মামলা পাসপোর্ট কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে

0
340

আলোকিত ডেস্ক:
দুর্নীতিগ্রস্থ মানুুষকে খুজে বের করাই যার কাজ সেই দুর্নীতি দমন কমিশন এবার পাসপোর্ট অধিদফতরের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে। দুর্নীতি দমন কমিশন এর উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বুধবার (৩০ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করেন। দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত মো. মোতালেব হোসেন ৭৬ লাখ ২৬ হাজার ৫৪৯ টাকার সম্পদের বিবরণ দুদকে জমা দিয়েছেন। তবে ওই সম্পদ বিবরণীতে ১০ লাখ ৭৯ হাজার ৩৭৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করা হয়েছে। তিনি মোট ৪১ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে বলা হয়। অভিযুক্ত মো. মোতালেব হোসেন এর স্ত্রী মিসেস ইসরাত জাহানের সম্পদ বিবরণীতে দেয়া পুরো ৩ কোটি ৮ লাখ ১০ হাজার ৫৭ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন ও দখলে রেখেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। তাদের দুজনের বিরুদ্ধেই দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/৩০জুন২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here