প্রেস বিজ্ঞপ্তি: আয়ারল্যান্ড বিএনপি’র সভাপতি হামিদুল নাসির, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহিবুল তানিম, বিশিষ্ট সাংবাদিক মাসুদুল কাদির ও ছড়াকার শরিফ হাসনাত এর পিতা আলহাজ আমির হোসেন বার্ধক্যজনিত কারণে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আলহাজ আমির হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “আলহাজ আমির হোসেন এর মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম আমির হোসেন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি জগদিশপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী করেছিলেন। সৎ, সজ্জন, ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে মরহুম আমির হোসেন এলাকার মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আমির হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোকিত প্রতিদিন/ ৩০ জুন, ২০২১/ এম এইচ সি