গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালো ১১৫

0
316

আলোকিত ডেস্ক:
বুধবার (৩০) জুন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রাণগাতী  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১১৫ জন মারা গেছেন।  ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা  দাঁড়াল ১৪ হাজার ৫০৩ জনে। এদের মধ্যে পুরুষ ৭২ ও নারী ৪৩ জন। মোট মৃত ১১৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ১৯ ও বাসায় ৯ জনের মৃত্যু হয়।নতুন করে ৮হাজার ৮২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন । ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here