আত্মগোপনে আবু সুফিয়ান হবু বউ পছন্দ না হওয়ায়

0
288

আলোকিত ডেস্ক:
পলাশবাড়ির ব্যাংক কর্মকর্তা  আবু সুফিয়ান দীর্ঘ এক সপ্তাহ (২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ) রহস‌্যজনকভাবে আত্মগোপন করে থাকার পর  অবশেষে খুঁজে পাওয়া গেছে। গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ জুন) রাতে আত্মগোপনে থাকা আবু সুফিয়ান কে ঢাকা থেকে  উদ্ধার করেছে পুলিশ। আবু সুফিয়ান পুলিশের কাছে বলেন,তিনি পলাশবাড়ি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি হবু বউ পছন্দ হয়নি বলে স্বেচ্ছায় আত্বগোপন করেছিলেন। পুলিশ সুপার জানান, পারিবারিকভাবে আবু সুফিয়ানের সঙ্গে এক মেয়ের বিবাহের দিন তারিখ ঠিক করা হয়। কিন্তু হবু স্ত্রী পছন্দ না হওয়ায় বিয়ের মার্কেটিং করার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় এসে আদাবরের ৩১ নম্বর বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেন তিনি। আবু সুফিয়ান নিখোঁজের ঘটনায় স্বজনরা পলাশবাড়ি থানায় একটি জিডি করেন। আত্বগোপনে থাকা অবস্থায় পুলিশ গোপনে মোবাইল ট্রাকিং করে তার সন্ধান বের করে তাকে উদ্ধার করে গাইবান্ধায় নিয়ে আসে।

আলোকিত প্রতিদিন/০১জুলাই২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here