মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনা সার্জেন্টের মৃত্যু

0
304

আলোকিত ডেস্ক:
বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. মাজহারুল (৪০) নামে এক সেনা সদস্য সার্জেন্টের মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুলাই)ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় দিনগত রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মো. মাজহারুল সিভিল পোশাকে মোটরসাইকেলে করে ঘাটাইল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। যাত্রাপথে সাভারের  বিশমাইল এলাকায় পৌছালে পেছন থেকে  অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মুমূর্ষ অবস্থায় দ্রুত সাভার সেনানিবাসের সিএমএইচ  এ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত মো. মাজহারুল এর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামে । তিনি ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০১জুলাই২০২১/আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here