ভিডিও কলে বিয়ের ৩ মাস পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

0
370
আলোকিত ডেস্ক :
তিন মাস আগে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে মোবাইল ফোনের ভিডিও কলে বিয়ে হয় স্ত্রী পলি খাতুনের (১৮)। প্রবাসী স্বামী দেশে ফেরার আগেই গত শুক্রবার (২ জুলাই) রাতের কোন এক সময় ওড়না পেঁচিয়ে স্ত্রী পলি খাতুন আত্নহত্যা করেন। শনিবার (৩ জুলাই) পুলিশ খবর পেয়ে সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম থেকে পলি খাতুনের মরদেহ উদ্ধার করে। পুলিশ নিহতের পরিবারের কাছ থেকে জানতে পারে , তিন মাস আগে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে ফেরদৌস হাসানের সঙ্গে বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মো. মোজ্জাম্মেল সেখের মেয়ে পলি খাতুনের মোবাইল ফোনের ভিডিও কলে বিয়ে হয়। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় স্বামী ফেরদৌস হাসানের সঙ্গে স্ত্রী পলি খাতুনের মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে একপর্যায়ে রাতের কোনো এক সময় ঘরে নিজ ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে।

আলোকিত প্রতিদিন/০৩ জুলাই ২০২১/ আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here