আজ মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
Home সারাদেশ রাজশাহী রাজশাহী রেলওয়েতে গেটকিপার পদে ভাড়ায় চাকরি করানোর অভিযোগ

রাজশাহী রেলওয়েতে গেটকিপার পদে ভাড়ায় চাকরি করানোর অভিযোগ

0
358
জামি রহমান, রাজশাহী:
রাজশাহী নগরীর বহরমপুর রেলক্রসিং এ গেট কিপার (টিএলআর) পদে অস্থায়ী গেট কিপারের বিরুদ্ধে নিজে কাজ না করে ভাড়া লোক দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে।  সরেজমিন তদন্তে জানা যায়, গেট নং ই-৩৪, বহরমপুর মোড় রেলক্রসিং এ একটি প্রকল্পের  অস্থায়ী গেট কিপার হিসেবে শিরোইল রেলকলোনীর মান্নান বাবুর ছেলে রাফসান জানি’র নাম থাকলেও মাসিক ৭০০০ টাকায় জনৈক জাহাঙ্গীর নামের লোক কাজ করছেন। ভাড়ায় কাজ করা জাহাঙ্গীর বলেন, একজনের বদলি হিসেবে আমি মাসিক ৭০০০ টাকার বিনিময়ে তার পক্ষ থেকে গেট কিপার হিসেবে কাজ করি।  ঘটনার সত্যতা স্বীকার করে অস্থায়ী গেট কিপার রাফসান জানি’র বাবা মান্নান বাবু বলেন, এরকম অনেক আছে। অনেক মহিলা মানুষ ওয়েম্যানের কাজ করতে পারে না, অন্য কাউকে দিয়ে করায়। এগুলো মানবিক ব্যাপার।  একজনের চাকরির বেতনের টাকা দিয়ে দুইটি পরিবার চললে সমস্যা কি।  বিষয়টি নিয়ে দায়িত্বরত পিডাব্লিউআই ভবেশচন্দ্র রাজবংশী বলেন, আমার জানা মতে ঐ গেটে রাফসান জানি নিজেই কাজ করে, তবে বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখবো। প্রকল্পটির পরিচালক ও বিভাগীয় প্রকৌশলী পাকশী (ডিইএন-১) বীর বল মন্ডল মুঠোফোনে সাক্ষাতকারে বলেন, বিষয়টি আমার জানা নাই, তবে তদন্ত পূর্বক এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ ৩ জুলাই, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here