বাগেরহাটে উপবৃত্তির হ্যাক হওয়া টাকা তুলতে এসে বৃদ্ধ আটক

0
346

প্রতিনিধি,বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তির হ্যাক হওয়া টাকা তুলতে এসে আনোয়ার সর্দার (৬৭) নামে এক বৃদ্ধ আটক হয়েছেন। শুক্রবার (২জুলাই) দুপুর ১২ টায় ওই এলাকার এক নগদ উদ্যোক্তার দোকান থেকে তাকে আটক করে হয়েছে। আটককৃত আনোয়ার উপজেলার মাছেরখাল পাড় এলাকার রফিকুল সর্দারের পুত্র বলে জানা যায়। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সরদার মোস্তফা শহিন বলেন, “আন্তদেশীয় একটি হ্যাকার চক্র বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছিল। ওই চক্রটি উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এক নগদ উদ্যোক্তার দোকান থেকে প্রথমে এক লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। দ্বিতীয়বার আবার টাকা তুলতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আলোকিত প্রতিদিন/ ৩ জুলাই, ২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here