শাহজাদপুরে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

0
491
সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন চলমান লকডাউনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন,। জরুরী প্রয়োজন ছাড়া অকারণে কেউ ঘর থেকে বের হলেই তাকে জেল জরিমানা করা হচ্ছে। রবিবার শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মাস্ক না পড়ে বাইরে অকারণে ঘোরাফেরা, দোকান পাট বন্ধ না রাখা, সড়কে যানবহন চলাচলে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া জরিমানার পাশাপাশি জেলও দেওয়া হবে। লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার থেকে আজ অবধি  শাহজাদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল দেখা গেছে। এ সময় মাস্ক না পড়ায় ও দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহজাদপুরের বিভিন্ন জায়গা হয়ে দোকান মালিকদের জরিমানা করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে হ্যান্ড মাইকে সতর্ক করে দেওয়া হয়।
আলোকিত প্রতিদিন /৪রা জুলাই /২০২১ / এম এইচ সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here