আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

টিকার বয়সসীমা ৪০ থেকে ৩৫ করার চিন্তা : স্বাস্থ্যের ডিজি

আরো খবর

আলোকিত ডেস্ক:
আজ ০৫ জুলাই-২০২১,সোমবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সকালে স্বাস্থ্য অধিদফতরে অনুষ্ঠিত এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৪০ বছর থেকে কমিয়ে ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে। পূর্বে টিকা গ্রহণকারীদের বয়স ছিল ৪০। এখন পর্যায়ক্রমে সে বয়স কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে। সেজন্য মন্ত্রণালয়কে বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব দেয়া হয়েছে। মন্ত্রণালয়ে প্রস্তাবটি পাশ হলে যাদের বয়স ৩৫ বছর তারাও টিকা নিতে পারবে।বয়স কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে বলে জানান তিনি। এপ্রিলের পর দেশে ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক সংক্রমণ শুরু হয়। এরপর থেকে দেশে করোনা সংক্রমণ উদ্বেগজনভাবে বেড়েই চলছে। আইইডিসিআর জিনোম সিকোয়েন্সিং করে জানিয়েছে, মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে। বাংলাদেশে গত ৭ ফেব্রুয়ারি ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়ার মাধ্যমে একযোগে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়।

আলোকিত প্রতিদিন/০৫ জুলাই ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -