দুটি আবাসন প্রকল্প নিয়ে সিডিএ’র নতুন পাঁচ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

0
339
শেখ দিদারুল ইসলাম, চট্টগ্রাম:
নগরীতে দু’টি আবাসন প্রকল্পসহ পাঁচটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই পাঁচ প্রকল্প বাস্তবায়নে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে প্রকল্পগুলোর ফিল্ড সার্ভের (মাঠ জরিপ) কাজ চলমান রয়েছে। আগামী আগস্টের শুরুতে প্রকল্পগুলোর ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) মন্ত্রণালয়ে পাঠানো হবে নিশ্চিত করেছেন সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে একদিকে শহরের অভ্যন্তরে যেমন যানজট নিরসন হবে, অন্যদিকে আবাসন সমস্যারও সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিডিএ’র পাঁচ প্রকল্পের মধ্যে রয়েছে- চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্প (দ্বিতীয় পর্যায়), চট্টগ্রাম মহানগরে নর্থ সাউথ-১ ও নর্থ সাউথ-২ সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর মধ্যেস্থিত গুরুত্বপূর্ণ ৮টি অভ্যন্তরীণ সড়ক সমূহের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প, ডেভেলপমেন্ট অব ফতেয়াবাদ নিউটাউনশিপ ইন চট্টগ্রাম ও পতেঙ্গায় সমুদ্র সৈকত সংলগ্ন বে-পার্ল নির্মাণ প্রকল্প। জানতে চাইলে সিডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নর্থ সাউথ-১ ও নর্থ সাউথ-২ সংযোগ সড়কের প্রকল্প পরিচালক এম হাবিবুর রহমান বলেন, এই দু’টি সড়ক বাস্তবায়নের ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে আমরা সেসব বিষয় দেখছি। এছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য ফিল্ড সার্ভের কাজ চলমান রয়েছে। আগামী আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মন্ত্রণালয়ে ডিপিপি পাঠানো হবে আশা করছি। এরপর মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বাকি কাজে অগ্রসর হবো। সিডিএ’র সূত্র থেকে জানা যায়, চিটাগাং সিটি আউটার রিং রোড দ্বিতীয় পর্যায় নির্মাণ করা হবে রিং রোড থেকে বড়পোল পর্যন্ত। ৪ দশমিক ৪৫ কিলোমিটার দৈর্ঘ্যরে ও ৮০ ফুট প্রস্থের এই সড়ক নির্মাণে প্রাথমিক ব্যয় হবে এক হাজার ৩৬৮ কোটি টাকা। নগরীর জাকির হোসেন রোড থেকে বায়েজিদ বোস্তামী সংযোগ সড়ক পর্যন্ত নির্মাণ করা হবে নর্থ সাউথ-১ সড়ক। অন্যদিকে, শাহ আমানত ব্রিজ কানেক্টিং রোড হতে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত নির্মিত হবে নর্থ সাউথ-২ সংযোগ সড়ক। এই দু’টি সড়ক নির্মাণে ব্যয় হবে দুই হাজার ১০৫ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া, নগরীর মধ্যে স্থিত গুরুত্বপূর্ণ ৮টি সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে। যেখানে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৬২২ কোটি টাকা। সিডিএ সূত্র থেকে আরো জানা যায়, ‘ডেভেলপমেন্ট অব ফতেয়াবাদ নিউটাউনশিপ ইন চট্টগ্রাম’ নামে আবাসন প্রকল্প করার উদ্যোগ নিয়েছে সিডিএ। এই প্রকল্প বাস্তবায়নে সিডিএ’র ব্যয় হবে দুই হাজার ৫৬৮ কোটি ১৮ লাখ টাকা। এছাড়া, তিন হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্নে বে-পার্ল নামের আরেকটি আবাসনের উদ্যোগ সিডিএ’র। যেখানে প্রায় ২০ একর জমির উপর ৫০০টি আবাসিক ফ্ল্যাট এবং সুবিধাসহ বাণিজ্যিক প্লট ও শপিং মল নির্মাণ করা হবে। জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, নগরীর অভ্যন্তরীণ যানজট নিরসনে বেশ কিছু সড়ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। এসব সড়ক সম্প্রসারণ করা গেলে যানজট অনেকাংশে কমে আসবে। এছাড়াও, চট্টগ্রামের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে দু’টি আবাসন প্রকল্প নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের আবাসন সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।
আলোকিত প্রতিদিন /৫ জুলাই ২০২১ / দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here